ইউরোপিয়ান ব্র্যান্ড এসিসি অধিগ্রহণের পর এবার কানাডাভিত্তিক গৃহস্থালি পণ্যের জনপ্রিয় প্রতিষ্ঠান ড্যানবি অ্যালায়েন্সের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে বাংলাদেশী প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন। চলমান প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো’ উদ্বোধনের পর এই চুক্তি হয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ জানিয়েছেন চার দিনের এই মেলায় আরও কিছু ব্যবসায়িক চুক্তি করবে তারা।
মেলা প্রাঙ্গনে তিনি সহ ওয়ালটন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফা নাহিদ হোসেন ও ওয়ালটন ডিজি-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলীসহ বেশ কয়েকজন শীর্ষ প্রকৌশলী ক্রেতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নিজেদের সেরা উদ্ভাবনের সম্ভার সাজিয়েছে প্রযুক্তি বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের মেলা সিইএসই-তে এবার প্রথবারের মতো অংশ নিলো বাংলাদেশ। ওয়ালটনকে বিশ্ববাজারে তুলে ধরতে মেলা প্রাঙ্গনে স্যামসাং এর পাশেই এলভিসিসি’র সেন্ট্রাল হলে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের প্যাভিলিয়ন। সেখানে উপস্থাপন করা হয়েছে নিজেদের তৈরি টেলিভিশন, রেফ্রিজারেটর আর আইওটিনির্ভর স্মার্ট গৃহস্থালি পণ্য। বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের পাশাপাশি স্মার্ট প্রদর্শন করছে রেফ্রিজারেটর। প্রদর্শিত পণ্যগুলোতে থ্রিডি এমএসও ইনভার্টার প্রযুক্তির স্মার্ট রেফ্রিজারেটরটিতে ক্লাউড কানেকটিভিটি, স্মার্ট অ্যালার্ট সিস্টেম, সুপার ফ্রিজিং প্রযুক্তি, ইউনিফরম কুলিং ফ্লো এবং আলট্রা লো নয়েজ সুবিধা।