স্বতন্ত্র পরিচয় তৈরির উদ্দেশ্যে প্রায় কম-বেশি প্রত্যেকটি প্রযুক্তি ব্র্যান্ডই ব্যতিক্রমী প্রকল্প নিয়ে কাজ করছে। ব্যতিক্রম নয় নোকিয়া-ও। তারা চাঁদের মাটিতে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ফোরজি পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সিএনবিসির এক প্রতিবেদন অনুসারে, নোকিয়া ‘লুনার ডিসকভারি’ প্রক্রিয়া আরও সহজসাধ্য করতে এবং মিশনে থাকা মহাকাশচারীদের আরও উন্নত যোগাযোগ সেবা প্রদান করতে ২০২৩ সালের শেষের দিকে চাঁদে ফোরজি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছে।
এইচএমডি গ্লোবালের মালিকাধীন নোকিয়া শিগগিরই একটি স্পেসএক্স রকেটের মাধ্যমে ফোরজি নেটওয়ার্ক চালু করার সরঞ্জাম নিয়ে যাবে বলে জানা গেছে। এই রকেট একটি অ্যান্টেনা-সজ্জিত বেস স্টেশন দ্বারা চালিত হবে, যা একটি নোভা-সি লুনার ল্যান্ডারে সংরক্ষণ করা হবে। পাশাপাশি এর সাথে একটি সোলার-পাওয়ারড বা সৌরশক্তি চালিত রোভারও দেওয়া হবে।
জানা যাচ্ছে, এই ল্যান্ডার এবং রোভারের মধ্যে দিয়েই ফোরজি এলটিই সংযোগ স্থাপন করা হবে। সর্বোপরি নোকিয়ার ফোরজি নেটওয়ার্কটি, ‘ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ অর্থাৎ নাসার আসন্ন আর্টেমিস ১ মিশনের সময় ব্যবহার করা হবে বলে জানা গেছে। ২০২৫ সাল নাগাদ আর্টেমিস ১ মিশন বাস্তবায়িত হলে ১৯৭২ সালের পর আবার চাঁদের মাটিতে পা রাখবে মানুষ।
ডিবিটেক/বিএমটি