মটোরোলা ওয়ান সিরিজে যুক্ত হচ্ছে নতুন স্মার্টফোন। আর এই ফোনের বিশেষত্ব হচ্ছে এর ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সাথে থাকছে ২১:৯ ডিসপ্লে। আগামী ১৫ মে ব্রাজিলের সাও পাওলো শহরে উন্মোচন হবে মটোরোলা ওয়ান ভিশন নামের এই ফোন।
৬.২ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকবে স্যামসাং এক্সিনস ৯৬১০ চিপসেট। ৩ গিগাবাইট ও ৪ গিগাবাইট র্যাম নিয়ে তিনটি সংস্করণে ফোনটির ইন্টারন্যাল মেমরি থাকবে যথাক্রমে ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি।
অ্যান্ড্রেয়ড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলা ফোনটির ব্যাটারি হবে ৩৫০০ এমএএইচ। যদিও চীনে ফোনটি মটোরোলা পি৪০ নামে উন্মোচন করা হতে পারে। এক্ষেত্রে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। অন্যান্য স্পেসিফিকেশন একই থাকবে বলে জানা গেছে।
তবে অন্যান্য বাজারে কবে আসবে ফোনটি সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মটোরোলা।