ব্রডকম ও টিএসএমসির সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর জন্য নিজেদের প্রথম চিপ তৈরি করছে ওপেনএআই। পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডির চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, চিপ সরবরাহের বিকল্প নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করেছে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। সেই সঙ্গে খরচ কমানোর উপায় খুঁজছে কোম্পানিটি। এজন্য নিজেরাই সবকিছু তৈরির চিন্তা–ভাবনা করছে।
চিপ উৎপাদনের জন্য কারখানার নেটওয়ার্ক তৈরির জন্য ব্যয়বহুল পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানিটি। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহ করার বিষয়েও বিবেচনা করেছে ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই উচ্চাকাঙ্ক্ষী ফাউন্ড্রি বাস্তবায়নের জন্য অনেক অর্থ ও সময় প্রয়োজন। তাই এখনকার মতো পরিকল্পনাগুলো বাদ দিয়েছে এবং নিজস্ব চিপ ডিজাইনে মনোনিবেশ করছে কোম্পানিটি।
প্রয়োজনীয় চিপের সরবরাহ নিশ্চিত করতে এবং খরচ কমানোর জন্য চিপ শিল্পের বিভিন্ন কোম্পানির সঙ্গে অংশীদারত্ব এবং নিজস্ব চিপ তৈরিসহ অন্যান্য পন্থার মিশ্রণ ব্যবহার করেছে ওপেনএআই।
সূত্রগুলোর মতে, ওপেনএআই নিজস্ব এআই চিপ তৈরি জন্য কয়েক মাস ধরে ব্রডকমের সঙ্গে কাজ করছে। চিপগুলো ইনফারেন্স বা এআইয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর ভিত্তি করে তৈরি করা হবে।
চিপ তৈরির জন্য ২০ সদস্যের দল তৈরি করেছে ওপেনএআই। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রকৌশলীরা। এর মধ্যে রয়েছেন থমাস নরি এবং রিচার্ড হো। তারা এর আগে গুগলে টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) এ কাজ করেছেন।
ডিবিটেক/বিএমটি