গত বছরে স্যামসাং ডেভেলপার কনফারেন্সে (এসডিসি) ওয়ান ইউআই ৬ উন্মোচন করেছিলো দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ইতিমধ্যে ওয়ান ইউআই ৭ উন্মোচনে একাধিকবার বিলম্ব করা হলেও সেটি চলতি বছরে পার হবেনা বলে জানা গেছে। এবছরই স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের সাথে সেটি উন্মোচন করা হতে পারে।
এবছরের এসডিসি অন্য ডিভাইস ও প্রযুক্তিতে লক্ষ্য রেখে হয়েছিলো। তবে স্যামসাং জানিয়েছে, চলতি বছরের শেষদিকে আরেকটি ডেভেলপার কনফারেন্স আয়োজন করা হবে, যা নভেম্বরেই অনুষ্ঠিত হবে।
আগামী ২১ নভেম্বর অনলাইনে আয়োজন করা হবে স্যামসাং ডেভেলপার কনফারেন্স কোরিয়া ২০২৪। আগ্রহীরা কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্মেলনটিতে যোগ দিতে নিবন্ধন করতে পারছেন।
দুইটি কীনোট স্পিসসহ ২৯টি সেশন থাকবে এই সম্মেলনে। যেখানে অন-ডিভাইস জেনারেটিভ এআই, স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ, স্মার্টথিংস প্ল্যাটফর্মসহ একাধিক বিষয় থাকবে।
উক্ত অনুষ্ঠানেই উন্মোচিত হবে ওয়ান ইউআই ৭। ইতিমধ্যেই এ বিষয়ক একটি আনঅফিশিয়াল ভিডিও প্রকাশিত হয়েছে।
ডিবিটেক/বিএমটি