কর্মক্ষেত্র হোক কিংবা ব্যক্তিগত জীবনে জিমেইল এখন মানুষের জীবনের খুবই অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই লাখ লাখ জিমেইল আইডি বন্ধ হয়ে যাচ্ছে! গুগল ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠাতে শুরু করেছে ব্যবহারকারীদের। জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে বিপদে পড়বেন তাঁরা। খবর দ্য ওয়াল।
খবরে বলা হয়, গত দু’বছর ধরে যেসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে আছে, সেইসব অ্যাকাউন্টই স্বতঃপ্রণোদিতভাবে গুগল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব অ্যাকাউন্ট ডিলিট করা হবে সেইসব অ্যাকাউন্টে যেসব তথ্য ছিল তাও চিরকালের মতো মুছে যাবে।
জানা গেছে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রেই অ্যাকাউন্ট ডিলিট করবে গুগল। কোনও প্রতিষ্ঠানের অফিসিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম এখনই কার্যকর হবে না।
গুগল জানিয়েছে, শেষ দু’বছরের মধ্যে যাঁরা কমপক্ষে একবার বা দু’বার তাঁদের অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের অ্যাকাউন্টকে সক্রিয় বলে ধরা হবে। শুধু জিমেইল নয়, নিষ্ক্রিয় গুগল অ্যাকাউন্টও মুছে ফেলা হবে। অর্থাৎ গুগল ড্রাইভ, গুগল সার্চ ইঞ্জিন ইত্যাদি আর ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।
ডিবিটেক/বিএমটি