যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক যুদ্ধের জেরে অনেক কোম্পানিই অন্য দেশের পরিবর্তনে নিজ দেশের প্রতি নির্ভরতা বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় চীনা শীর্ষ প্রযুক্তি কোম্পানি বাইদু এবার চীনের চিপ নির্মাতা হুয়াওয়ের কাছে এআই চিপের কার্যাদেশ দিয়েছে। মূলত কোম্পানিটি মার্কিন নিষেধাজ্ঞায় দেশীয় বিকল্প হিসেবে হুয়াওয়েকে বেছে নিয়েছে। খবর রয়টার্স।
চীনের অন্যতম শীর্ষ এআই কোম্পানি বাইদু গত অগাস্টেই হুয়াওয়েকে এই কার্যাদেশ দিয়েছে। ওই কার্যাদেশের বেশ কিছুদিন পর মার্কিন সরকার গতমাসে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়াসহ চীনে চিপ এবং চিপ সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে।
খবরে বলা হয়, হুয়াওয়ে টেকনোলজিসের ৯১০বি অ্যাসেন্ড এআই চিপের ১,৬০০টি চিপ ২০০ সার্ভারের জন্য কার্যাদেশ দিয়েছে বাইদু। এনভিডিয়ার এ১০০ চিপের বিকল্প হিসেবে এটি তৈরি করেছে হুয়াওয়ে।
আরেকটি সূত্র জানিয়েছে, এই কার্যাদেশের অর্থমূল্য প্রায় ছয়কোটি ১৮ লাখ ডলার। চলতি বছরের শেষ নাগাদ এগুলো সরবরাহ করবে হুয়াওয়ে।
ডিবিটেক/বিএমটি