ফিনল্যান্ডের বহুজাতিক টেলিযোগাযোগ ও প্রযুক্তি কোম্পানি নকিয়া প্রতিযোগিতাপূর্ণ বাজারে ব্যয় কমাতে ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চাহিদা কমে যাওয়ার কারণে বিক্রি ২০ শতাংশ কমেছে প্রতিষ্ঠানটির। বিশেষ করে উত্তর আমেরিকায় নিট বিক্রি কমেছে ৪০ শতাংশ। কমে যাওয়া আয় ও বিদ্যমান প্রতিবন্ধকতার মোকাবেলা হিসেবেই নেয়া হচ্ছে ছাঁটাইয়ের সিদ্ধান্ত। খবর রয়টার্স।
নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা পেক্কা লুন্ডমার্ক জানান, বর্তমানে বাজার পরিস্থিতি বিবেচনায় ২০২৬ সালের মধ্যে ৮০ থেকে ১২০ কোটি ইউরোর মধ্যে খরচ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ব্যয় কমানোর লক্ষ্যে ৮৬ হাজার কর্মচারী থেকে ৭২ হাজারে কমিয়ে আনতে পারে প্রতিষ্ঠানটি। লুন্ডমার্ক আরও জানান, তারা তাদের গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়া চালিয়ে যেতে চায়।
বাজারে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও নকিয়া চতুর্থ প্রান্তিকে তার নেটওয়ার্ক ব্যবসা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে।
ডিবিটেক/বিএমটি