ভারতের বেঙ্গালুরুর পরে এবার তেলেঙ্গানায় আইফোন উৎপাদনের জন্য কারখানা খুলছে তাইওয়ানের সংস্থা ফক্সকন। নতুন কারখানা খুলতে বিনিয়োগ করা হবে ৫০০ মিলিয়ন ডলার বা চার হাজার ১১৪ কোটি রুপি। আর ওই কারখানায় ২৫ হাজার কর্মসংস্থান হবে।
সোমবার ওই কারখানার নির্মান কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার শিল্প ও প্রযুক্তি মন্ত্রী কে টি রামারাও ও ফক্সকনের চেয়ারম্যান তথা সিইও সিডনি লু।
ভারতের বাজারে আইফোনের চাহিদা লাগাতার বাড়তে থাকায় ইতিমধ্যেই দিল্লি ও মুম্বাইতে দুটি রিটেইল স্টোর খুলেছে অ্যাপল। দেশীয় বাজারে আইফোন, আইপডসহ অ্যাপলের অন্যান্য যন্ত্রাংশ উৎপাদনের কারখানাও দেশে গড়ার কথা জানিয়েছেন অ্যাপলের সিইও। বেঙ্গালুরুতে আগেই কারখানার জন্য জমি নিয়েছে আইফোনের যন্ত্রাংশ নির্মাতা ও সরবরাহকারী তাইওয়ানের সংস্থা ফক্সকন। এবার হায়দরাবাদেও কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে।
তেলেঙ্গানার শিল্প ও প্রযুক্তি মন্ত্রী কে টি রামারাও বলেন, প্রথম ধাপে ফক্সকন ৪ হাজার ১১৪ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।
ডিবিটেক/বিএমটি