গেমিং দুনিয়ার বৃহত্তম অনুষ্ঠান ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো, সংক্ষেপে ই৩ শুরু হচ্ছে আর কয়েক ঘণ্টা পর। গেমিং দুনিয়া সবচেয়ে আলোচনামুখর থাকে এই সপ্তাহজুড়ে, বড়-ছোট প্রায় প্রতিটি গেম নির্মাতা ও প্রকাশক প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকে যেখানে তারা তাদের সবচেয়ে বড় ঘোষণাটি দেবে।
গেমাররা তাঁদের প্রিয় গেমের নতুন কোনো সিকুয়েলের জন্য অধীর আগ্রহে এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন। যুক্তরাজ্যের লন্ডনে এবারের এই অনুষ্ঠানের অপেক্ষায় গেমাররা ইতিমধ্যেই প্রহর গুণতে শুরু করেছেন। কিন্তু কী কী ঘোষণা আসতে পারে এবারের এই আয়োজনে? সামনের আরেকটি বছর কোন কোন গেম মাতিয়ে রাখবে গেমের জগত্?
এবারের ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো অনলাইনে সরাসরি দেখা যাবে ফেসবুক, ইউটিউব এর মত জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে।
ফেসবুক:
ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো ( ই৩) সরাসরি দেখা যাবে ফেসবুক। পিসি গেমার’স ফেসবুক পেইজ এই লিংকে গিয়ে ব্রাউজার বা ফেসবুক অ্যাপ কনসোল, অ্যান্ড্রয়েড বা আইওএস এর মাধ্যমে সরাসরি দেখা যাবে।
ইউটিউব:
ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো ( ই৩) সরাসরি দেখার সুযোগ রয়েছে। পিসি গেমার ইউটিউব হাব এই লিংকে ব্রাউজ করে এই এক্সপোতে অংশগ্রহণ করা যাবে। ইউটিউব অ্যাপ, অ্যান্ড্রয়েড বা আইওএস এর মাধ্যমে সরাসরি দেখা যাবে।