এক বছর ধরে ভিডিও কল এবং অনলাইন কুইজের পর, গ্রুপ গেমিং বুথ চালু করছে ইলেকট্রিক গেমবক্স। এই ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর গ্রুপ গেমিং বুথগুলোথে স্ক্রিন-টাইমকে আরো সামাজিক করে তুলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ইলেকট্রিক গেমবক্সের সঙ্গে থাকছে একটি হেডসেট। যেখানে আছে মোশিং ক্যামেরায যুক্ত ৩টি ট্রাকিং ডক। আর প্রতিটি রুমে থাকছে ৪টি ইপসন প্রজেক্টর। দুয়ে মিলে তৈরি হয় ৩৬০ ডিগ্রি ভিজ্যুয়াল সুবিধা। প্রজেক্টরের প্রক্ষেপণ আর হেটসেটের কারিশমায় মিলবে কয়েন সংগ্রহ কারার অনুভূতি। খেলার সময় দেয়াল স্পর্শ করার সংবেদনশীল অনুভূতিও মিলবে এই গেম থিয়েটার রুমে। এই রুমে একইসঙ্গে ছয়জন খেলতে পারবেন।
যদিও এর ভেন্যুগুলো করোনাভাইরাস নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ইংল্যান্ডে শুধুমাত্র ঘরোয়া গ্রুপের আয়োজন করতে পারে; তবে কোম্পানিটি আশা করছে, এই কার্যক্রম পরিবার এবং ফ্ল্যাটমেটদের কাছে সামাজিক দূরত্ব বজায় রেখে সংযুক্ত হওয়ার আবেদন করতে পারবে বলে জানিয়েছেন এক্সবক্স সহ-প্রতিষ্ঠাতা উইল ডিন।