আগামী বছরেই বাজারে আসতে যাচ্ছে সনির পরবর্তী প্রজন্মের প্লেস্টেশন কনসোল। তবে পিএস ৫ বাজারে আসার আগে থেমে নেই পিএস৪ এর বিক্রি। রেকর্ড পরিমাণ বিক্রিতে খবরের শিরোনাম তৈরি করেছে গেমিং কনসোলটি। খবর রিজিআর।
সনির সাম্প্রতিক প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটি ১০ কোটিরও বেশি প্লেস্টেশন ৪ কনসোল বিক্রি করেছে। শুধুমাত্র ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৩২ লাখ ইউনিট পিএস৪এস বিক্রি হয়েছে। এর মানে দাড়াচ্ছে, পরবর্তী গেমিং কনসোল আসার আগেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিদ্যমান কনসোলটির।
যদিও বছরভিত্তিক হিসাবে, আগের বছর এক কোটি ৯০ লাখ ইউনিট বিক্রি হলেও এবার বিক্রি হয়েছে এক কোটি ৭৮ লাখ ইউনিট। ২০১৮ সালের শেষে পিএস৪ এর বিক্রির পরিমাণ চিলো ৯ কোটি ১৬ লাখ। দ্রুতই সেটি ১০ কোটির মাইলফলক অর্জন করে, যা আগের সফল কনসোল পিএস২ এর চেয়েও দ্রুত মাইলফলক অর্জন করেছে।
ডিবিটেক/বিএমটি