সনি দীর্ঘদিন ধরেই তাদের পরবর্তী প্রজন্মের কনসোল ডিজাইন গোপনই রেখেছে। তবে এবার নতুন কিছু সামনে এসেছে। আর সেটি হলো প্লেস্টেশন ৫ লোগো। খবর পলিগন।
সোমবার চলমান সিইএস ২০২০ প্রেজেন্টেশনে কোম্পানিটি তাদের পিএজ৫ এর লোগো উন্মোচন করেছে। আর প্রত্যাশা অনুযায়ী ডিজাইনেই সামনে এসেছে লোগোটি।
প্লেস্টেশন ৪ এর লোগোটিতে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট রয়েছে। এবার ৪ এর জায়গায় ৫ বসালেই হয়ে যাবে নতুন লোগো। আর সেটিই করেছে সনি।
লোগোতে নতুনত্ব না আসায় অনেকেই লোগোটি নিয়ে মজা করছে।
ডিবিটেক/বিএমটি