২৭ ক্যাটাগরিতে ৩৪ ব্যক্তিকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইকমা) সম্মাননা দিলো ই-ক্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ক্যাটাগরি অনুযায়ী বিজয়ীদের হাতে সম্মানা তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দ্বিতীয় দফায় দেয়া এই সম্মাননায় বেস্ট ইকমার্স মার্কেটপ্লেস হয়েছে দারাজ এবং বেস্ট ক্লাসিফায়েড ইকমার্স প্ল্যাটফর্ম – বিক্রয় ডটকম। পুরস্কার গ্রহণ করেন দারাজ বাংলাদেশের সিএমও খন্দকার তাসফিন আলম ও বিক্রয় ডটকমের ঈশিতা শারমিন।
এছাড়াও বেস্ট ইকমার্স এনাবলার (প্ল্যাটফর্ম) হয়েছে উইমেন অ্যান্ড ইকমার্স ট্রাস্ট (উই), বেস্ট ইকমার্স এনাবলার (বিপিও) – স্কাই টেক এবং ইনোভেটর অফ দ্যা ইয়ার ফর ইকমার্স হয়েছে উপায়। স্কাইটেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুসনাদ ই আহমেদ এবং উপায় সিইও রেজাউল হোসেন পুরস্কার গ্রহণ করেন।
ইকমার্স এর জন্য সর্বোত্তম লজিস্টিক নেটওয়ার্ক হিসেবে পুরস্কৃত হয়েছে পাঠাও। আর ইমার্জিং লজিস্টিকস নেটওয়ার্ক হয়েছে স্টিডফাস্ট, বেস্ট লজিস্টিকস সলিউশন প্রোভাইডার – ডিজিবক্স এবং বেস্ট রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম – উবার।
অপরদিকে বেস্ট প্ল্যাটফর্ম ফর গ্রসারি অ্যান্ড ডেইলি নিডস হয়েছে চালডাল ও বেস্ট এমএফএস ফর ইকমার্স হয়েছে বিকাশ এবং বেস্ট পেমেন্ট গেটওয়ে ফর ইকমার্স হয়েছে মাস্টারকার্ড। চালডাল এর পক্ষে সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ সম্মাননা গ্রহণ করেন।
একইভাবে বেস্ট পেমেন্ট গেটওয়ে ফর ইকমার্স (একয়ার ব্যাংক) হয়েছে ইস্টার্ন ব্যাংক। বেস্ট ব্যাংকিং সলিউশন ফর ইকমার্স – সিটি ব্যাংক, বেস্ট ব্যাংকিং সলিউশন ফর এসএমই – ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং বেস্ট পেমেন্ট সলিউশন প্রোভাইডার ফর ইকমার্স হয়েছে ‘নগদ’।
বাকি বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো – বেস্ট টেক সলিউশন প্রোভাইডার – ব্রেইন স্টেশন২৩, বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম – শেয়ারট্রিপ, বেস্ট সার্ভিস প্ল্যাটফর্ম – সেবা এক্স ওয়াই জেড, বেস্ট এড টেক প্ল্যাটফর্ম – টেন মিনিটস স্কুল, বেস্ট সেক্টরিয়াল ইকমার্স – (ইলেকট্রনিক্স) পিকাবু, বেস্ট সেক্টরিয়াল ইকমার্স (বিটুবি) – শপ আপ, বেস্ট সেক্টরিয়াল ইকমার্স (বুকস) – রকমারি ডট কম, বেস্ট মার্কেটপ্লেস সেলার – বাটা, বেস্ট এফ কমার্স সেলার – রিবানা অরগ্যানিক, বেস্ট এগ্রোটেক প্ল্যাটফর্ম – ফসল, বেস্ট হেলথ টেক প্ল্যাটফর্ম – আরোগ্য, বেস্ট ফ্যাশন অ্যান্ড বিউটি ইকমার্স – সাজগোজ, বেস্ট রিজিওনাল ইকমার্স – লাল সবুজ, বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স (ইলেকট্রনিক্স) – ওয়ালটন, বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স (হোম এপ্লায়েন্স) – সিঙ্গার, বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স (ফ্যাশন) – আড়ং, বেস্ট ক্রস বর্ডার প্ল্যাটফর্ম – একশপ এবং বেস্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম – ফুডপ্যান্ডা।
ই-ক্যাব জানিয়েছে, জমাপড়া ২০০ আবেদনের মধ্য থেকে বিচারকদের রায়ে এই ৩৪ প্রতিষ্ঠান বা উদ্যোগকে পুরস্কৃত করা হয়েছে। আর এই আয়োজনের মাধ্যমে, ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে উদ্ভাবন এবং উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলার প্রতি তার প্রতিশ্রুতিকে জোরালো করা হয়েছে।
ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোস্তাফা কামাল, আইসিটি সচিব মোঃ শামসুল আরেফিন, ডব্লিউটিও মহাপরিচালক হাফিজুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিদেশি অতিথি, ই-ক্যাব সহ সভাপতি সাহাব উদ্দিন শিহাব, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল, যুগ্ম-সম্পাদক নিসিমা আক্তার নিসা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, ই-ক্যাব পরিচালক ও ইকমা-২০২৩-এর আহ্বায়ক খন্দকার তাসফিন আলম ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।