ইন্টারনেটের যুগে দেশে গ্রাম আর শহরে কোন পার্থক্য নেই। উপজেলা পর্যায়েও পৌঁছে গেছে ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন। মোবাইলের ইন্টারনেটও সহজলভ্য। এখন দরকার শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইসের সঙ্গে পরিচয় করিয়ে এর সুব্যবহার শেখানো। তাহলেই দক্ষ জনশক্তির মাধ্যমে আমরা পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হবো।
ফেনী ফুলগাজী উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
বিসিএস এর কুমিল্লা শাখার চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বুলবুলের সভাপতিত্বে ২৯ জুন (শনিবার) অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলার ফুলগাজী উপজেলার চেয়ারম্যান মো. আব্দুল আলিম, ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুজন চৌধুরী, ফেনী ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, বিসিএস মহাসচিব মো. মোশারফ হোসেন সুমন প্রমুখ।
কর্মসূচির মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক কে এম হাসান রিপন। তথ্যপ্রযুক্তির হালনাগাদ চিত্র সম্পর্কে তিনি কর্মসূচিতে আগত শিক্ষার্থীদের স্বচ্ছ ধারণা দেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ফোর্থ ইন্ড্রাস্ট্রিয়াল রেভ্যুলেশন, রোবটিক্স, অটোমেশনের মাধ্যমে গাড়ির নিয়ন্ত্রণসহ নিত্যনতুন প্রযুক্তি কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে সে বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
কর্মশালার সমন্বয়কারী হিসেবে বিসিএস মহাসচিব মো. মোশারফ হোসেন সুমন বলেন, ফুলগাজীর প্রশাসন, জন প্রতিনিধি থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। আমাদের এই কর্মশালা সফল করতে আমরা সর্বস্তর থেকেই পরিপূর্ণ সহযোগিতা পেয়েছি। আজ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ফেনীর লোকজন তথ্যপ্রযুক্তি বান্ধব। এই অঞ্চলে হাইটেক পার্ক স্থাপন করা এখন সময়ের দাবি।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইবিপিসির প্রতিনিধি ফয়সাল খান , বিসিএস পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তুহিন প্রমুখ।