ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সাধারণ শিক্ষা উন্নয়ন’ বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘আন্তঃবিভাগ গণিত অলিম্পিয়াড’ প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ২৫ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তনিমা হোসেন এবং প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হয়েছেন একই বিভাগের স্বর্ণালী পাল চৈতি ও মো. সাজ্জাদ হোসেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে আরো উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষা উন্নয়ন বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান, ডিআইইউ আন্তঃবিভাগ গণিত অলিম্পিয়াডের আক্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. বিমল চন্দ্র দাস, ড. মোঃ জসীম উদ্দীন, জ্যেষ্ঠ প্রভাষক শাহরিয়ার খান, আরিফা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুনির হাসান বলেন, সারা পৃথিবীতেই এখন এক ধরনের পরিবর্তন চলছে। পৃথিবীর উন্নত দেশগুলো এখন ব্যাংকের চাকরিতে গণিতবিদ নিয়োগ দিচ্ছে। এখন পৃথিবীর সবচেযে দামী চাকরির নাম ডাটা অ্যানালিস্ট। আর যারা গণিতে ভালো তারাই ডাটা অ্যানালিস্ট হয়। সুতরাং গণিতের বিকল্প নেই। এসময় তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান আন্তঃবিভাগীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করার জন্য।
মুনির হাসান আরো বলেন, আন্তঃবিভাগীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করার ফলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা তৈরি হবে। আগামীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদক অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ ব্যক্ত করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার।