চীনসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনোভাইরাস। এতে ইতোমধ্যেই বিশ্বব্যাপী হুমকির মুখে পড়তে শুরু করেছে ব্যবসা-বাণিজ্য। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারেও। কারণ বাংলাদেশের ইলেক্ট্রনিকস পণ্যের বাজার বিশেষ করে প্রযুক্তিপণ্য ও আনুষঙ্গিক সরঞ্জাম প্রায় পুরোটাই নির্ভরশীল চীনের ওপর। আমদানি করা প্রায় সকল প্রযুক্তি পণ্যের দাম বাড়তে শুরু করেছে। যেসব প্রতিষ্ঠান প্রযুক্তি পণ্য আমদানি করে থাকে তারা এখনো পণ্যে দাম বাড়ায়নি। তবে খুচরা বাজারে পণ্যে দাম বেড়েছে ৫ থেকে ১৫ শতাংশ।
ল্যাপটপ এর মত ফিনিস পণ্যেগুলোর দাম এখনো বাড়েনি। বেড়েছে এক্সেসরিজ পণ্যে। এক্সেসরিজ পণ্যেগুলোর দাম বেড়েছে ১৫ শতাংশ।
কম্পিউটার ভিলেজের শো-রুমে কর্মরত বিক্রয় প্রতিনিধি রুবেল ডিজিবাংলাকে বলেন, প্রায় সব পণ্যের দামই বেড়েছে। যেমন, ১২০ জিবি এসএসডি হার্ডডিস্কের দাম ছিল ২হাজার টাকা, এখন সেগুলো ২৫০০-২৬০০ টাকা। ৩২ জিবি পেনড্রাইভের দাম আগে ছিল ৪০০ টাকা এখন তা ৬০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। মনিটরের দাম আগে যেগুলো ছিল ৬ হাজার সেগুলোর দাম এখন ১০ হাজার টাকা।
রাজধানীর মিরপুর থেকে আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে হার্ডডিস্ক কিনতে এসেছে আনারুল হল নামের এক শিক্ষার্থী। তিনি ডিজিবাংলাকে জানান, এখানে আসলাম হার্ডডিস্ক কিনতে এসে দেখি আগের থেকে দাম বেড়েছে অনেক । যে হার্ডডিস্ক কিনতাম ২ হাজার টাকায় এখন তা বেড়ে ২৮০০ টাকা।