সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার জাল বিস্তার করছে স্ক্যামাররা। কাজ আর টাকার লোভ দেখিয়ে ফাঁদ পাতছে প্রতিনিয়ত। আর সেই ফাঁদে পা দিলেন সাফ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি এমন নানা ঘটনা উঠে এসেছে শিরোনামে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোকে হাতিয়ার করেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।
কয়েকটি বিষয় মাথায় রাখলে এই প্রতারণা থেকে বাঁচা যায়। চলুন জেনে নিই করণীয়গুলো।
১. অচেনা অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দেওয়া হয়। অল্প সময় কাজ করলেই মিলবে মোটা অংকের বেতন। এমন লোভনীয় প্রস্তাবে সাড়া দিলেই বিপদ। মেসেজ কিংবা ফোন করে এক্ষেত্রে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়। আর সেই প্রক্রিয়ার ফাঁকেই ব্যাংকের যাবতীয় তথ্য হাতিয়ে নেয় জালিয়াতরা। তাই এধরনের মেসেজ থেকে দূরে থাকুন।
২. অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে ভিডিও কল এলে এড়িয়ে যাওয়াই ভালো। অনেক সময়ই বন্ধুর বেশে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা হয়। চাওয়া হয় টাকা। সে ডাকে সাড়া দিয়েও খোয়াতে পারেন সঞ্চিত অর্থ।
৩. ফোন করে কখনও কখনও ওপার থেকে বলা হয় আপনার নামে কুরিয়ার সার্ভিস আছে। সেটি নিতে গিয়ে জানানো হয় তা বেআইনি পণ্যে ভরা। যার জন্য টাকা দিতে হবে। এহেন অনামী কুরিয়ার সার্ভিসের ফোন পেলে সতর্ক থাকুন।
৪. সোশাল মিডিয়ার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করবেন না ভুল করেও। বিশেষ করে এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি এড়িয়ে চলুন। সম্প্রতি এমন কাজ করে সর্বস্ব খুইয়েছেন অনেকেই।
ডিবিটেক/বিএমটি