স্যুইসাইডাল নোট লিখে আত্মহত্যা। পরে দেখা গেলো এর পেছনে রয়েছে সাইবার বুলিং। অবশ্য বিষয়টি প্রকাশ করেননি আত্মহত্যার আগে। ফলে এক্ষেত্রে কিছুই করা সম্ভব হয়নি। তাই এসব বিষয় লুকিয়ে না রেখে পরিবারের সঙ্গে শেয়ার করা, সাইবার স্পেসে বিচরণ বা ডিজিটাল ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি কথিত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেনো বখাটেরা জায়গা না পায় সেজন্য বৈশ্বিক অনলাইন প্লাটফর্ম ফেসবুক, টিকটক প্রমুখ কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব ঘুচাতে কাজ করছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
এ নিয়ে বিটিআরসি’র সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ বলেন, আমরা প্রতি তিন মাস অন্তর তাদের (সোশ্যাল মিডিয়া) সঙ্গে বৈঠক করছি। এতে তাদের সঙ্গে থাকা দূরত্ব আমরা অনেকটাই কমিয়ে এনেছি। আমরা বারবার বলি, আমরা সফল হাইনি। কন্টিনিয়াস চেষ্টা করছি। গত দুই বছরে বেশ অগ্রগতি হয়েছে।
তিনি জানান, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির হার ছিল ৭.৬৯ ভাগ, আপত্তিকর ছবি ৫.৮৫ ভাগ, সাইবার বুলিং ৫০.১৬ ভাগ এবং ২০২২ সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির হার ছিল ৯.৩৪ ভাগ, আপত্তিকর মেসেজ ৬.৯৩ভাগ এবং সাইবার বুলিংয়ের হার ৫০.২৭ ভাগ।
ডটের সক্ষমতা বাড়ার ফলে ওই বছরে ওয়েবসাইট/ডোমেইন থেকে লিংক অপসারণের অনুরোধ করা হয়েছে ১২৩৫টি এর মধ্যে অপসারণ করা হয়েছে ১২৩৫টি, অপসারণের হার ১০০ ভাগ। ২০২২সালে ওয়েবসাইট/ডোমেইন থেকে লিংক অপসারণের অনুরোধ করা হয়েছে ৬৪৫টি এর মধ্যে অপসারণ করা হয়েছে ৬৪৫টি, অপসারণের হার ১০০ ভাগ।
উপস্থাপনায় তিনি ২০২১ ও ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে অপসারিত লিংকের বিবরণ তুলে ধরে বলেন, ২০২১ সালে ফেসবুক থেকে ৮ হাজার ৯১৬টি এবং ২০২২ সালে ৮ হাজার ২২৮টি লিংক অপসারিত হয়েছে। ২০২১ সালে ইউটিউব থেকে ১ হাজার ১৩টি এবং ২০২২ সালে অপসারিত হয়েছে ২২২ টি লিংক। ২০২২ সালে টিকটক থেকে অপসারিত হয়েছে ১হাজার ১৫৯ টি লিংক, ২০২২ সালে বিগো, লাইিক ও ইমো থেকে অপসারিত হয়েছে ৬৭টি এবং টুইটার থেকে অপসারিত হয়েছে ২৯টি লিংক। জুয়ার সাইট বন্ধে গত দুই মাস আগে টেলিযোগাযোগ মন্ত্রীর কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী, ষাড়াশি অভিযান চালিয়ে বেটিং লিংক ও এ সংশ্লিষ্ট ১৪টি অ্যাপস, ১৭টি ফেসবুক, ১৭টি ইউটিউব অ্যাপ বন্ধ করা হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশনায় ডিজিটাল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নীতিমালা বিষয়ে নাসিম পারভেজ বলেন, অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে আমরা খসড়াটি চূড়ান্ত হয়েছে। ডিজিটাল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বিধিমাল ২০২১ অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্লাটফর্মকে বিটিআরসি থেকে নিবন্ধন নিতে হবে। গ্রাহক অভিযোগ ও আপত্তিকর কন্টেন্ট অপসারণ এবং দ্রুতসময়ে শিশু ও নারীদের যৌন হয়রানি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ২৪ ঘণ্টার হেল্প লাইন চালু করতে হবে।
বৃহস্পতিবার সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী যুব কর্মশালা ও আলোচনা সভায় উপস্থাপিত মূলপ্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়।
বিশ্বে চাঞ্চল্যকর বেশকিছু সাইবার আক্রমনের ঘটনায় বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে জানিয়ে মো: নাসিম পারভেজ বলেন, বিটিআরসি স্বপ্রণোদিত হয়ে এরই মধ্যে অব্যহতভাবে পর্ণোগ্রাফি সাইট বন্ধ করছি। এরইমধ্যে ২৬ হাজারের বেশি পর্ণোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। সামনের এক মাসে আরো হাজারের মতো ওয়েবসাইট বন্ধ করবো। তবে এ জন্য অনলেইন ব্যবহারকারীদেরও রিপোর্ট করতে হবে। কেননা, সবকিছু সবসময় আমরা খুঁজে পাবো না।
সাইবার নিরাপত্তা নিয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে খুদে বার্তার মাধ্যমে দেশের সকল মানুষের কাছে তা পৌঁছে দিতে প্রস্তুত জানিয়ে সংশ্লিষ্টদের এ বিষয়ক বার্তা বিটিআরসি’কে দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।