জাতি হিসেবে বাংলাদেশের মানুষ সামাজিক। বন্ধন প্রিয়। বন্ধু বৎসল। বাস্তব জীবনের চেয়ে অনলাইনে এই সামজিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাইতো সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট হলে বন্যায় ত্রাণের অভাব হয় না। চিকিৎসার ব্যয় মেটাতেও মেলে বিস্তর সাহায্য।
এমন সব কারণে করোনা মহামারি শুরুর পর বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। সম্প্রতি এই সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা জানায়, ফেসবুকে সক্রিয় ব্যবহারকারী দিক দিয়ে বাংলাদেশের অবস্থান শীর্ষ তিনে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের তথ্য বলছে, বাংলাদেশে গত ৬ মাসে প্রায় সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে।
তাদের পর্যবেক্ষণ বলছে, বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ছিল গত বছরের জুলাই মাসে। এই সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৩০০ -তে।
অর্থাৎ ছয় মাসের ব্যবধানে প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ফেসবুক ব্যবহারকারী কমেছে বাংলাদেশে। আর এই কমার হার শুরু হয়, গত বছরের জুলাইয়ের পর থেকে।
নেপোলিয়নক্যাট ছাড়াও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কমার এই পর্যবেক্ষণের সত্যতা মিলেছে বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন ডেটা নিয়ে কাজ করা ডাটারিপোর্টাল-এ।
ডাটারিপোর্টাল জানিয়েছে, বছরের শুরুতে বাংলাদেশে ইন্টারনেট ৬ কোটি ৬৯ লাখ ৪ হাজার এবং এর মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৪ কোটি ৪৭ লাখ। জানুয়ারি পর্যন্ত মোট ইন্টারনেট ব্যবহারাকারীদের মধ্যে ৬৬ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যাবহার করেন। এদের মধ্যে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপনদাতাদের রিচ কমেছে ৩৭ লাখ।
নেপোলিয়নক্যাটের তথ্য বলছে, মেটার বাকি দুই সেবা ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যাও বাংলাদেশে গত ৬ মাসে ধারাবাহিকভাবে কমেছে। এই সময়ে সবচেয়ে বেশি কমেছে মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখ ৭০ হাজার কমলেও মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১ কোটি ১ লাখ ৪১ হাজার। পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম লিংকডইনের ব্যবহারকারী কমে দাঁড়িয়েছে ১৮ লাখে।
বিশেষজ্ঞদের মতে, টুইটার ও ভাইবারের মতো কিছু প্লাটফর্মের বাড়ন্তের কারণে বাংলাদেশে ফেসবুকে কিছুটা ভাগ বসেছে। তারপরও নেপোলিয়নক্যাটের মতেই, বাংলাদেশে মোট জনসংখ্যার ২৬ দশমিক ৬ শতাংশ ফেসবুক ব্যবহার করে। যার মধ্যে পুরুষ ব্যবহারকারী প্রায় ৬৮ শতাংশ। বয়সের দিক থেকে সবচেয়ে বেশি ৪৪ শতাংশ ফেসবুক ব্যবহারকারীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতেই বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা গত ছয় মাসে কমেছে ২১ শতাংশ।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.