নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক। ফেসবুকের নতুন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘ফেসবুক ওএস’। প্রাথমিকভাবে ফেসবুক তাদের স্মার্ট স্পিকার ও অকুলাস ভিআরে ব্যবহার করবে অপারেটিং সিস্টেমটি।
ফেসবুকের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তিনি জানিয়েছেন, ফেসবুক এমন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে, যাতে অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের তৈরি প্ল্যাটফর্মে যুক্ত করা যায়।
অপরদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন-কে ফেসবুকের হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওর্থ জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের কাজের কথা ভেবে নতুন কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গুগলের অ্যান্ড্রয়েডের ওপর ফেসবুকের নির্ভরশীলতা কমবে। তবে ফেসবুক অ্যাপ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে থাকবে।
মাইক্রোসফটের উইন্ডোজ এনটি এর সহ-লেখক মার্ক লুকোভস্কি এই অপারিটং সিস্টেমটি তৈরিতে কাজ করেছে। ফেসবুকের নতুন এই ওএসটি স্ক্র্যাচ থেকে তৈরি করে সামাজিক নেটওয়ার্কের একটি অপারেটিং সিস্টেম হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।