হুয়াওয়েকে কোনো ধরনের চিপ সরবরাহ না করতে কর্মীদের আদেশ দিয়েছে ইন্টেল করপোরেশন, কোয়ালকম ইনকরপোরেশন, জিলিং ইনকরপোরেশন এবং ব্রডকম ইনকরপোরেশন।
সোমবার (২০ মে) এ তথ্য দিয়েছে ব্লুমবার্গ।
ল্যাপটপের জন্য হুয়াওয়েকে চিপ এবং প্রসেসর সরবরাহ করে ইন্টেল। অপরদিকে মডেম এবং অন্যন্যা প্রসেসর সরবরাহ করে কোয়ালকম। অবশ্য মোবাইলের জন্য প্রসেসর এবং মোডেম নিজেই তৈরি করে হুয়াওয়ে।
ব্লুমবার্গ জানিয়েছে এছাড়াও গত তিন মাসে মার্কিন সরবরাহকারীদের কাছ থেকে পর্যাপ্ত চিপ মজুদ করেছে হুয়ায়ে।
সূত্রমতে, পরিস্থিতি সামাল দিতে অ্যান্ড্রয়েড এবং ইউন্ডোজের বিকল্প তৈরি করছে হুয়াওয়ে। যদিও মাইক্রোসফটও এখনো হুয়াওয়েকে ইউন্ডোজ অপারেটিং সিস্টেম সরবরাহ অব্যহত রাখবে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।