আসছে ক্রিকেট বিশ্বকাপ। অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য ক্রিকেট স্টিকার নিয়ে এলো হোয়াটসঅ্যাপে। শিঘ্রই আইফোন গ্রাহকদের কাছেও এই ফিচার পৌঁছে যাবে।
এই স্টিকারে প্রিয়জনের সাথে ক্রিকেট সংক্রান্ত স্টিকার ব্যবহার করা যাবে। গত বছর অক্টোবর মাসে স্টিকার নিয়ে হাজির হয়েছিল হোয়াটসঅ্যাপ।
শুরুতেই হোয়াটসঅ্যাপ গ্রাহকদের অফিশিয়াল ক্রিকেট স্টিকার প্যাক ডাউনলোড করতে হবে। ইমোজি বিভাগে ট্যাপ করে এই স্টিকার প্যাক ডাউনলোড করা যাবে। একবার ডাউনলোডের পরে নিজের স্টিকার বিভাগে নতুন ক্রিকেট স্টিকার প্যাক দেখা যাবে। এরপর যে কোন চ্যাটে এই স্টিকার ব্যবহার করা যাবে।
আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকরা এই ক্রিকেট স্টিকার প্যাক ডাউনলোড করতে পারবেন। এই স্টিকার প্যাকে ক্রিকেট সংক্রান্ত সব ধরনের ইমোশান পাওয়া যাবে।
এখন সার্ভার সাইড থেকে এই স্টিকার প্যাক ডাউনলোড করা যাচ্ছে। এই কারনে ফোনে লেটেস্ট হোয়াটসঅ্যাপ (ভার্সান 2.19.115) ইন্সটল থাকা বাধ্যতামুলক। শিঘ্রই আইফোন গ্রাহকরাও ক্রিকেট স্টিকার প্যাক ব্যবহার করতে পারবেন।