শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সাংবাদিকদের নিবন্ধিত পেশাদার সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ। ভোটে ১৮ জন প্রার্থীর মধ্যে ৮ পদে পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবে ৬৭ জন ভোটার। অবশ্য ব্যালটে থাকলেও কোষাধক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
প্রথম ঘণ্টায় ১১টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন বোর্ড প্রধান এস এম ইকবাল।
নির্বাচন পরিচালনায় তাকে সহযোগিতা করছেন দৈনিক প্রথম আলো’র প্রযুক্তি সংবাদ ও ব্যবসায় ভিত্তিক ক্রোড় পত্রের সমন্বয়ক পল্লব মোহাইমেন ও দৈনিক সারবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলাম।
এবারের নির্বাচনে সভাপতি পদে ইনফোটেক ইনসাইটের সম্পাদক হিটলার এ হালিম ও দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির; সহ-সভাপতি পদে মাসিক কম্পিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন ও দৈনিক নতুন সময় সম্পাদক নাজমুল হক শ্যামল; সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের হেড অব অনলাইন সাব্বিন হাসান ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেল; যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার এনামুল হক, দৈনিক শেয়ার বিজ’র স্টাফ রিপোর্টার হামিদুর রহমান ও রূপালী বাংলাদেশে সিনিয়র স্টাফ রিপোর্টার সোলায়মান হোসেন শাওন প্রার্থী হয়েছেন।
নির্বাচনে কোষাধ্যক্ষ প্রার্থী বিজটেক২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি মো: সাইফুল ইসলামের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
তবে সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক নলেজ টুডে সম্পাদক খন্দকার হাসান শাহরিয়ার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইনের আইটি বিভাগের প্রধান তৌহিদুল ইসলাম তুষার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ডিজিবাংলাটেক ডটনিউজের নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক, টেকসংবাদ সম্পাদক মাহবুবুর রহমান ও ডেইলি ম্যাসেঞ্জারের স্টাফ রিপোর্টর অঞ্জন চন্দ্র দেব এবং ২ নির্বাহী সদস্য পদে মাসিক টেকওয়ার্ল্ড সম্পাদক নাজনীন নাহার, দৈনিক ডিজিটাল সময়ের ব্যবস্থাপনা সম্পাদক এনামুল কবির এবং ডেইলি এশিয়ান এজের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মোজাহেদুল ইসলাম ঢেউ প্রতিদ্বন্দ্বীতা করছেন।