দীর্ঘদিন রোগে ক্লিষ্ট হয়ে অবশেষ অনন্তলোকে পাড়ি জমালেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের পথিকৃৎদের অন্যতম এস এম কামাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার প্রস্থানে দেশের তথ্য-প্রযুক্তি খাতে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার বাদ ফজর ধানমন্ডির সোবাহানবাগ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিসিএস ও বেসিস পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার ও লিংকডইনে খাত সংশ্লিষ্টরা দেশের তথ্যপ্রযুক্তি খাতে তাঁর অবদানের কথা তুলে ধরছেন।
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রথম এবং বেসিসের প্রতিষ্ঠাতা ও দ্বিতীয় সভাপতি ছিলেন এস এম কামাল।