বাংলাদেশ-জাপান বাণিজ্য উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে বসেছিলো ‘বেসিস জাপান ডে ২০২৪’।
দিবসটি উপলক্ষে “ডিজিটাল ট্রান্সফরমেশন: জাপান-বাংলাদেশ সহযোগিতার সুযোগ” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি এডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব।
এছাড়াও বেসিস জাপান ডেস্ক এবং মিয়াজাকি আইটি প্লাস-এর মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি হয়েছে অনুষ্ঠানে। চুক্তিতে বেসিস-এর পক্ষে স্বাক্ষর করেন বেসিস জাপান ডেস্ক-এর চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবু এবং মিয়াজাকি প্লাসের প্রেসিডেন্ট নোরিয়াকি ওয়াকাদা। অপর চুক্তিটি সম্পাদিত হয়েছে অনুষ্ঠানের গোল্ড স্পন্সর কাওয়াই ও ই-গ্রোথ এর সঙ্গে।
অনুষ্ঠানে বক্তব্যে পাঁচ বছর পর বাংলাদেশে এসে এই দেশেরেই প্রযুক্তি খাতের উন্নয়নের প্রশংসা করেন মিয়াজাকি সিটির ভাইস মেয়র হিদেনারি নাগায়ামা। এসময় ধূসর-সবুজের মিয়াজাকি সিটির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে বলেন, দেশের তরুণদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশের আইসিটি খাত যথেষ্ট পরিপূষ্ট। তাই কেবল বাংলাদেশ নয় বৈশ্বিক অর্থনীতিতেও বাংলাদেশ অবদান রাখতে পারে। জাইকার সহায়তায় এরই মধ্যে আইসিটি মাস্টার প্লান বাস্তবায়ন করেছে আইসিটি বিভাগ। বিজেড ও বিমেড প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী প্রকৌশলীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরমধ্যে ২৪১ জন জাপানেই চাকরি পেয়েছেন।
জেট্রো’র গবেষণা উইং আইডিই’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়োমি মুরায়ামা বলেন, বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে জেট্রো বাংলাদেশে বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করবে। বাংলাদেশের ফিনটেক, লজিটিক ও ই-কমার্সে গুরুত্ব দেবে জাপানের কোম্পানিগুলো। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি এডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব, মিয়াজাকি বিশ্ববিদ্যালয়, জাপানের পরিচালক এবং সহ-সভাপতি ইয়াসুয়ে ইয়োশিনারি, এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন)।