বেসিস এবং রোটারী ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল এর উদ্যোগে আমিনুল-ছাহেরা-আহমেদুল ফাউন্ডেশন (এএসএএফ) এর সহযোগিতায় ২৫ ডিসেম্বর সোমবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজিলার খড়খড়িয়া গ্রামে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ৫০০ কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক এবং এএসএএফ-এর প্রতিষ্ঠাতা একেএম আহমেদুল ইসলাম বাবু, এএসএএফ- এর চেয়ারম্যান ছাহেরা ইসলাম এবং রোটারী ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিজানুর রহমান ভূঁইয়া।
এ সময় বেসিসের পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু বলেন, “কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এখানকার বেশিরভাগ মানুষ হত দরিদ্র। বেসিস এবং রোটারি ক্লাবের মতো অন্যান্য সংগঠনগুলো এবং সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা কিছুটা হলেও শীতকষ্ট থেকে মুক্তি পাবে।” কম্বল এবং শীতবস্ত্র পাওয়া মানুষেরা জানান, তাদের কম্বল এবং শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এবার এই কম্বল এবং শীতবস্ত্রের মাধ্যমে তারা শীত নিবারণ করতে পারবেন।