গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৬ মাসের নিষেধাজ্ঞায় পড়লেন ডেভিড বেকহ্যাম। গাড়ি চালানোর সময় কেবল ফোনই ব্যবহার করেননি তিনি, গতিসীমাও ভেঙেছেন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের এই সাবেক অধিনায়ক। ফলে আদালতের নিষেধাজ্ঞায় আগামী ছয়মাস গাড়ি চালাতে পারবেন না তিনি।
অবশ্য এর আগেও শাস্তিমূলক ছয় পয়েন্ট জমা ছিলো বেকহ্যামের লাইসেন্সে। সেবার ৪০ কিলোমিটার গতিসীমার এলাকায় ৫৯ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে কৌশলে শাস্তি থেকে রক্ষা পেয়েছিলেন। আর দ্বিতীয় দফায় মোবাইল ফোন ব্যবহারের কারণে যুক্ত হয়েছে শাস্তিমূলক আরও ছয় পয়েন্ট।
গত বছর ২১ শে নভেম্বর লন্ডন শহরের কেন্দ্রে নিজের প্রিয় গাড়ি বেন্টলি চালানোর সময় বেকহ্যাম ফোন ব্যবহার করছেন রাস্তায় এমন ছবি তুলেছিলেন জনৈক ব্যক্তি।
আদালতে সেই ছবি উপস্থাপন করার পর নিজের দোষ স্বীকার করেছেন চার সন্তানের জনক ৪৪ বছর বয়সী এই তারকা।
অপরাধের শাস্তি হিসেবে রায়ে ছয়মাসের নিষেধাজ্ঞা ছাড়াও বেকহামকে ৭৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে আদালত। বিচারে আদালতের যে খরচ হয়েছে তা বাবদ আরও ১৭৫ পাউন্ড দিতে বলা হয়েছে।
বেকহ্যাম সেদিন প্রচুর গাড়ির উপস্থিতির কারণে খুব ধীর গতির রাস্তায় ফোন ব্যবহার করেছিলেন। কিন্তু তবুও বিচারক বলেছেন, চলমান আইনে এসব অপরাধের জন্য কোন যুক্তি নেই। তিনি তার হাঁটুর উপরে মোবাইল ফোন রেখে সেটিতে কিছু একটা করছিলেন। আইনজীবিরা বলেছেন, তার অর্থ হল রাস্তার দিকে মনোযোগ দেবার বদলে তাকে নিজের কোলের দিকে তাকাতে হচ্ছিলো।
বেকহ্যামের আইনজীবী জেরার্ড টাইরেল আদালতে বলেছেন, সেদিনকার এসব কথা তার মক্কেলের স্মরণে নেই। তিনি দেশটির একজন গুরুত্বপূর্ণ ‘রোল মডেল’। তিনি আদালতে যুক্তি দেখানোর চেষ্টা করে বলেন যে, বেকহ্যাম নিয়মিত তার সন্তানদের স্কুলে আনা নেয়া করেন। এতে তার সন্তানদের বঞ্চিত করা হল।