ডিজিটাল যুগে শুধু গানটাই আপনমনে বেজে যায়। গানের নাম, ব্যান্ড, গায়কের পরিচয় চলে গেছে অন্ধকারে। লিরিক মেলানোর তো প্রশ্নের আসে না। তবে নতুন অ্যালবাম ‘পারফিউম’ এ প্রযুক্তি সুবিধায় সেই আক্ষেপটাই ঘুচে দিলো শিরোনামহীন। কেননা এই অ্যালবামের কিউআর কোড ধরে নিয়ে যাবে গানে। মেলানো যাবে লিরিক, কর্ড।
শেষ পহেলা বৈশাখে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করলো বাংলার নাগরিক ব্যান্ড ‘শিরোনামহীন’। এ নিয়ে দলটির মধ্যে বিরাজ করছে উৎসবের আবহ। দেশ-বিদেশে বড়সড় কনসার্ট আয়োজন তো চলছেই, সঙ্গে এবার যুক্ত হলো পূর্ণাঙ্গ অ্যালবাম আর চোখ ধাঁধানো গানচিত্র।
তারই অন্যতম প্রতিধ্বনি ও প্রতিচ্ছবি মিললো ১৯ মে। এদিন প্রকাশ হলো ব্যান্ডটির পূর্ণাঙ্গ অ্যালবাম এবং শিরোনাম গানচিত্র ‘পারফিউম’। এর আগে একই অ্যালবামের আরও ৭টি গানচিত্র প্রকাশ পেয়েছে অন্তর্জালে। নতুনটিসহ মোট ৮ গান দিয়ে একইদিন প্রকাশ হলো পুরো অ্যালবাম। যা পাওয়া যাচ্ছে অন্তর্জাল বিপণন প্রতিষ্ঠান রকমারিতে।
এই অবেলায় পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, ‘কৈশোরে গান শোনার সময় হাতে অ্যালবাম থাকতো। গানের লিরিক পড়তাম, মিলিয়ে নিতাম। গানের নাম, ব্যান্ডের নাম, গানের স্রষ্টা জেনে নেবার আগে তৃপ্তি পেতাম না, গান এতিম হয়ে যেতো না। ডিজিটাল যুগে শুধু গানটাই আপনমনে বেজে যায়। গানের নাম, ব্যান্ড, স্রষ্টা, পরিচয় সবকিছুই চলে গিয়েছে অন্ধকারে, লিরিক মেলানোর প্রশ্নই আসে না। সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতোদিন…. কালেক্টর’রা সেই দিন ফিরে পাবার অপেক্ষা করে প্রতিদিন। আমার কাছে মনে হয়েছে, ফিলোসোফিটা ক্যাসেট বা সিডি নয়, আমি মধুর অভিজ্ঞতা ফিরে পেতে চাই। লিরিক, কর্ড মেলাতে চাই গান শোনার সময়। শুধু এই ভাবনা থেকেই অ্যালবামটি করা।’