কর্পোরেট সেবা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের দুটো সমিতির সাথে সমঝোতা চুক্তি সই করেছে রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটক।
চুক্তির আওতায় টেলিটক স্বল্পমূল্যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী সমিতিকে টেলিযোগাযোগ সেবা প্রদান করবে।
রাষ্ট্রায়ত্ত মোবাইল টেলিফোন সেবা দানকারী টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং শিক্ষা মন্ত্রনালয়ের “কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি” ও “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি” এর মধ্যে সোমবার এই কর্পোরেট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেলিটকের পক্ষে অতিরিক্ত মহা ব্যবস্থাপক সাইফুর রহমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে মোহাম্মাদ মনিরুল ইসলাম মিলন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মাদ ফকর উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।
সূত্রমতে, এই চুক্তির ফলে উভয় কল্যাণ সমিতির সদস্যরা টেলিটকে সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ পাবেন। এরমধ্যে ৪৫ পয়সা মিনিটে কথা বলার সুযোগ পাবেন তারা।