এপিআই ভিত্তিক ফলাফল যাচাই ও অনলাইন ভর্তিব্যবস্থাপনা এবং শর্টকোডে আবহাওয়ার তাৎক্ষণিক বার্তা পাওয়ার সুযোগ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি টেলিটক।
জাতীয় পর্যায়ে সমন্বিত সুবিধা প্রদানের লক্ষ্যে টেলিটক এপিআই সুবিধা চালু করেছে বলে জানিয়েছেন টেলিটকের ডিএম (মার্কেটিং) আব্দুল মোহাইমেন।
তিনি জানান, শনিবার জিপিওতে অনুষ্ঠিত ইনোভেশন শোকেশিং-এ এই সেবাদুটি উদ্বোধন করেছেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
ফলে এখন থেকে পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পর্যায়ে প্রার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান, ব্যক্তিগত অনুসন্ধান ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে অনলাইনেই তাদের প্রয়োজন অনুযায়ী সহজেই যাবতীয় তথ্য পাবেন। একক ভিত্তিক অনুসন্ধানের পাশাপাশি মেশিন টু মেশিন এর মাধ্যমে লক্ষাধিক ডাটা একই সাথে যাচাই এবং নিরীক্ষণ করা যাবে।
তিনি আরো জানান, আইভিআর সিস্টেমের মাধ্যমে দুর্যোগের আগাম বার্তা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ২০,০০০ (বিশ হাজার) গ্রাহক সেবা গ্রহণ করতে পারবেন। সেবা পেতে ১০৯০ শর্ট কোডে কল করে যেকোন মোবাইল থেকে আবহাওয়ার তাৎক্ষণিক আপডেট পাওয়া যাবে।
সম্প্রতি ঘূর্ণিঝড় “ফনী” চলাকালে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় থাকা ৩০ লক্ষ গ্রাহক জরুরী আবহাওয়া সতর্ক বার্তা গ্রহণ করেন বলেও জানান তিনি।