নাটোরের সিংড়া উপজেলার ১২ ইউনিয়নের প্রতিটিতে ২০টি করে ফ্রি ওয়াইফাই হট স্পট জোন তৈরির ঘোষণা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এই ফ্রি ইন্টারনেট দিয়ে যেনো শিক্ষার্থীরা কেবল ফেসবুক-ইউটিউবে মজে না থেকে জ্ঞান অর্জনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার নাটোরের সিংড়ার ৩ নং ইটালী ইউনিয়ন এর রাতাল গ্রামের এইচবিবি রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
এসময় সরকারের টেকসই উদ্যোগ গ্রহণের কারিণেই আজ ইটালি ইউনিয়নের রাতালের মতো প্রত্যন্ত অঞ্চলের গ্রামে ৪জি ইন্টারনেট পৌঁছে গেছে বলেও গৌরব প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সরকারের দূরদর্শীতার কথা উল্লেখ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী দেশের ১৭ কোটি মানুষকে সন্তানের মতো আগলে রেখেছেন।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ফরিদুর রহমান, ইটালি ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, ভাইস চেয়াম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান রাজা ও সাধারণ সম্পাদক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত রাতাল-শালিখাপাড়া খালে ব্রীজের উদ্বোধন এবং
শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।