আসন্ন দুর্গাপূজা ঘিরে এবার কঠোর নিরাপত্তা ও গুজবরোধে ‘এবার পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে’ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পূজা ঘিরে বিশৃঙ্খলা এড়াতে অপপ্রচার ও গুজব রোধে সোশ্যাল মিডিয়ায় নজরদারি থাকবে। কেউ কোনও ধরনের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।
মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথ বলেন।
তিনি আরও বলেন, মণ্ডপে নারী ও শিশুদের উত্ত্যক্তকরণ, ইভটিজিং, মাদক সেবনরোধে এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনায় পূজা উদযাপন কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করবেন। আর যে কোনও পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ কল করে সেবা নিতে পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ্’র সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন। পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। এছাড়া রাজশাহী বিভাগের সব জেলার প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।