সন্ত্রাসের বিরুদ্ধে অনলাইনে সচেতনতা তৈরি করে বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ‘পিয়ার টু পিয়ার : ফেসবুক গ্লোবাল ডিজিটাল চ্যালেঞ্জ স্প্রিং ২০১৯’ পুরস্কার জিতেছে বাংলাদেশ।
বিশ্বের ৫০০ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেইনের সঙ্গে লড়ে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসিন জুলকারনাইন ও তার দল ‘পজিটিভ বাংলাদেশ’ । বিজয়ী হিসেবে প্রাইজ মানি হিসেবে তারা পেয়েছে ৫ হাজার ইউএস ডলার।
প্রতিযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ৪০টিসহ বিশ্বের ৭৫টি দেশে ৬০০টিরও বেশি পিটুপি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী।
সোশ্যাল স্টার্টআপ হিসেবে পজিটিভ বাংলাদেশ দেশের তরুণদের সৃষ্টিশীল কাজে নিয়োজিত করার পাশাপাশি সমাজ থেকে অসহিষ্ণুতা দূর করে সহাবস্থান নিশ্চিতে কাজ করে।