রাইড শেয়ারিং সেবায় কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশী অন-ডিমান্ড রাইড শেয়ারিং সেবা প্রতিষ্ঠান পিকমি।
রাজধানীর গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১৮ জুন) করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিকমি লিমিটেডের পরিচালক মেশকাত হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস অপারেশন্স নিজাম উদ্দিন জাবেদ, হেড অব ফাইন্যান্স তারিক হাসান রুবেল ও এসিস্টেন্ট ম্যানেজার অপারেশনস শাকিল আহমেদ।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন পিকমি লিমিটেডের সিনিয়র ম্যানেজার বিজনেস অপারেশন্স শরিফুল ইসলাম তারেক।
তিনি বলেন, এবারের বাজেটেও তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক পরিবহন সেবা ব্যবস্থাকে ভার্চুয়াল ব্যবসায় অন্তর্ভুক্ত করে সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হয়েছে। এতে করে সম্ভাবনাময় রাইড শেয়ারিং সেবা খাত একদমই শেষ হয়ে যাবে।
বক্তব্যে তাদের খাতকে ‘ভার্চুয়াল ব্যবসা’র পরিবর্তে তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা হিসেবে বিবেচনা করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে রাইড সেবা প্রদানকারী মোটরযান মালিকদের উৎসে কর ১ শতাংশ বাড়িয়ে ৪ ও ৫ ভাগ এ উন্নীত করার সুপারিশের ফলে সম্ভাব্য ভাড়ার পরিমাণ বৃদ্ধি করবে ও এই শিল্প বিকশিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে জানানো হয়।
পাশাপাশি সেবার পরিমাণ ২৫ লাখ টাকার কম হলে ৪ ভাগ হারে উৎসে কর দেয়ার প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছর এটি তিন ভাগ রয়েছে। আর ২৫ লাখ টাকার বেশি হলে ৪ ভাগ থেকে বাড়িয়ে ৫ ভাগ করার কথা বলছে এনবিআর।
জাতীয় বাজেট ২০১৯-২০২০ পরবর্তী প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম তারেক বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি ডিজিটাল বাংলাদেশ গড়তে কারিগরি ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ উন্নয়নও আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।