২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার ওপর ভ্যাট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে মোবাইলে কথা বলা ও বিদেশ থেকে আমদানীকৃত স্মার্টফোনের পাশাপাশি এসব ক্ষেত্রেও গ্রাহকদের খরচ বাড়তে পারে।
প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবার ওপর কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে মোবাইল ব্যবহারে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেটে সেবার দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আ হ ম মুস্তফা কামালের দেয়া এ বাজেটে ভ্যাটের পরিধি ব্যাপক হারে বিস্তৃত করায় এসব ক্ষেত্রেও ভ্যাটের হার ও পরিধি বাড়ানো হয়েছে।
অপরদিকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ আইনটিতে পরিবর্তন এনে নিবন্ধন ও তালিকাভুক্তি সনদ গ্রহণ, রিটার্ন দাখিল, কর পরিশোধ, রিফান্ড ও প্রত্যর্পণ সমন্বয় ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদনের সুযোগ, পণ্য সরবরাহের আগে বিদ্যমান মূল্য ঘোষণা পদ্ধতির বদলে বিনিময় বা ন্যায্য বাজারমূল্যের ভিত্তিতে কর পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।