প্রযুক্তির মাধ্যমে প্রান্তিক মানুষের হাতের মুঠোয় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত এবং স্বল্পমূল্যে নাগরিক সেবা পৌঁছে দিতে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প সমন্বিত ই-সেবা কাঠামো গড়ে তুলছে বলে জানিয়েছেন এটুআই পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।
বুধবার (২২ মে) পিআইবি’র সেমিনার কক্ষে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৮ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এটুআই-এর ডিজিটাল তথ্যসেবা উদ্যোগের ফলে সেবা গ্রহণে নাগরিকদের ৬৫ শতাংশ সময়, ৭৩ শতাংশ খরচ এবং ৫১ শতাংশ যাতায়াত হ্রাস পেয়েছে পাশাপাশি বাংলাদেশী নাগরিকদের প্রায় ৬৫ হাজার কোটি টাকা খরচ হ্রাস পেয়েছে।
আনীর চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত এবং স্বল্পমূল্যে সেবা পৌঁছে দেওয়ার জন্য এটুআই কাজ করে চলেছে। এর ধারাবাহিকতায় ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগ এবং মন্ত্রণালয়সহ সর্বত্র সমন্বিত ই-সেবা কাঠামো গড়ার কার্যক্রম চলছে, যেন যেখানেই সেবা তৈরি হোক না কেন, জনগণের জন্য স্বল্প সময়ে সেবা প্রাপ্তি নিশ্চিত হয়।