অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি ও কৌশলে সার্ভার জ্যাম করে রাখার অভিযোগে উঠেছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের ওপর। অভিযোগ তদন্তে বুধবার (২২ মে) সকাল ১০টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম কমলাপুরে অভিযান চালিয়েছে।
অভিযানের সময় তারা অনলাইন টিকেটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। আলাপকালে অনলাইন টিকেটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তারা তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, গ্রাহকের চাপে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই টিকিট পেতে একটু সমস্যা হচ্ছে। সার্ভার ডেভেলেপমেন্টের কাজ চলছে।
এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা টিকিট সংগ্রহকারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে এসেছি। আমরা তাদের বলেছি, টিকিট যেন কোনোভাবে কালোবাজারি না হয়, সে দিকে সতর্ক থাকবেন। কালোবাজারি হলে পদক্ষেপ নেওয়া হবে।’