বিশ্বের শীর্ষস্থানীয় নিরাপত্তা সেবা প্রদানকারী হাইক্ভিশন-এর অংশীদার হয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও আইওটি সেবাদাতা প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল)।
ঢাকার ফোর পয়েন্টস্ বাই শেরাটন হোটলে আমরা নেটওয়ার্কস লিমিটেডকে (এএনএল) “প্লাটিনাম ভ্যালু অ্যাডেড সলিউশন্স প্রোভাইডার” হিসেবে সনদ দেয় হাইক্ভিশন।
এ বিষয়ে আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল)-এর প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম বলেন, “আমরা নেটওয়ার্কস লিমিটেড ১৯৯৭ সালে কর্পোরেট আইএসপি হিসেবে যাত্রা শুরু করে এবং গত কয়েক বছর ধরে আমরা আমাদের গ্রাহকদের ভিডিও সার্ভিলেন্স সেবা প্রদান করছি। যদিও ভিডিও সার্ভিলেন্স সেবা আমাদের মূলধারার পণ্য নয় – তবুও আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছি; আমরা সার্ভিলেন্স ও সিকিউরিটি সলিউশন্স সেবার জন্য যথাযথ অংশীদার খুঁজছিলাম এবং হাইক্ভিশন-এর সঙ্গে কয়েক মাস আলোচনার পরে আমরা যৌথভাবে গ্রাহকদের সেবা প্রদানের জন্য সম্মত হয়েছি – যেখানে হাইক্ভিশন সিকিউরিটি সলিউশন-সেবা প্রদান করবে এবং ‘আমরা’ প্রয়োজনীয় সংযোগ ও অবকাঠামো-সেবা প্রদান করবে। আমরা নেটওয়ার্কস লিমিটেড ও হাইক্ভিশন বাংলাদেশে একসাথে অতুলনীয় সিকিউরিটি ও সার্ভিলেন্স সেবা প্রদান করবে”।
পালাবদল/আইএইচ