ওয়ান মেডিকেল কেনার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রায় ৩৯০ কোটি ডলারে ওয়ান মেডিকেল কিনে নেয়ার একটি চুক্তি করা হচ্ছে। এর মাধ্যমে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা ব্যবসা সম্প্রসারণ করছে। খবর এপি।
অ্যামাজন জানিয়েছে, শেয়ারপ্রতি ১৮ ডলার মূল্যে ওয়ান মেডিকেল কিনে নেয়া হবে। এটি প্রতিষ্ঠানটির অন্যতম বৃহত্তম ক্রয়চুক্তি। এর আগে ২০১৭ সালে ১ হাজার ৩৭০ কোটি ডলারে হোল ফুডস কিনেছিল অ্যামাজন। এছাড়া ৮৫০ কোটি ডলারে হলিউড স্টুডিও এমজিএম কিনে নেয় প্রতিষ্ঠানটি। তবে এ বছর তা বন্ধ হয়ে যায়।
সান ফ্রান্সিসকোভিত্তিক ওয়ানলাইফ হেলথকেয়ার মূলত ওয়ান মেডিকেলের প্যারেন্ট কোম্পানি। মেম্বারশিপভিত্তিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে ওয়ান মেডিকেল। ভার্চুয়ালিও পরিষেবা দেয় সংস্থাটি।
বর্তমানে আট হাজারেরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ওয়ানলাইফ হেলথকেয়ারের মালিকানাধীন সংস্থাটি। এ বছরের মার্চ পর্যন্ত ওয়ান মেডিকেলের মোট সদস্য সংখ্যা ৭ লাখ ৬৭ হাজারে দাঁড়িয়েছে। এছাড়া ১৮৮টি মেডিকেল অফিস রয়েছে সংস্থাটির। চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৫ কোটি ৪১ লাখ ডলার আয়ের বিপরীতে প্রতিষ্ঠানটির নিট লোকসান দাঁড়ায় ৯ কোটি ৯ লাখ ডলার।
ওয়ান মেডিকেল কেনার ফলে অ্যামাজনের জন্য নতুন দ্বার উন্মোচন হবে। এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা খাতে আরও এক ধাপ এগিয়ে গেল অ্যামাজন। এর আগে ২০১৮ সালে ৭৫ কোটি ডলার মূল্যে অনলাইন ফার্মেসি পিলপ্যাক কিনে প্রতিষ্ঠানটি। এতে করে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ অনলাইনে বা ফোনে ক্রয়ের আদেশ দিতে পারেন ভোক্তারা।
ডিবিটেক/বিএমটি