আফগানিস্তানে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও অনলাইনভিত্তিক গেম পাবজি নিষিদ্ধ করেছে তালেবান সরকার। বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে কার্যকর হয় এ নির্দেশনা।
এ বিষয়ে জারি করা নির্দেশনার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সম্প্রতি টিকটক ব্যবহার ও অতিরিক্তি পাবজি খেলার মাধ্যমে বিপথে যাচ্ছে দেশটির যুবসমাজ। তরুণদের পথে ফেরাতে এ পদক্ষেপ।
গত বছর ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পর ইসলামী শরিয়ত বিরুদ্ধ বিনোদনমূলক নানা অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। ফলে টিকটক ও পাবজির দিকে ঝুঁকে পরে তরুণরা। এবার বিনোদনের এ পথও বন্ধ হল দেশটিতে।
১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসে তালেবান সরাকার। ২০০১ সাল পর্যন্ত পাঁচ বছরের শাসনামলে ইসলামি কঠোর শাসনের জন্য আলোচিত হয় এই সরকার।