যুক্তরাজ্যে বসবাস করতে আগ্রহী আফগানিস্তানের আড়াই শতাধিক দোভাষী। পটপরিবর্তনে এদের অনেকেই এখন আত্মগোপনে।
এ-সংক্রান্ত একটি ই-মেইলের অনুলিপি ভুলবশত পাঠানো হয়েছে অন্য ঠিকানায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো দোভাষীদের অবস্থান ও পরিচয়সংক্রান্ত এই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় সমূহ বিপদের আশঙ্কা করছেন দোভাষীরা।
যুক্তরাজ্যের আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পলিসির দায়িত্বে থাকা একটি দল এই ই-মেইল পাঠিয়েছিল।
বিবিসি’র খবরে বলা হয়েছে, ওই ই-মেইলে দোভাষীদের নাম ও প্রোফাইল ছবি সংযুক্ত ছিল। এ ঘটনার জন্য যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্ষমা প্রার্থনা করেছে।
একইসঙ্গে বিষয়টি নিয়ে তথ্য লঙ্ঘনের ঘটনার তদন্ত শুরু করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
এদিকে বেশ কয়েকজন দোভাষীর অভিযোগ, এ ধরনের ভুল দোভাষীদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে যাঁরা আফগানিস্তানে রয়েছেন, তাঁরা বেশি ঝুঁকিতে পড়তে পারেন।