প্রযুক্তি জায়ান্ট গুগল হুয়াওয়ের সাথে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে। ফলে এখন থেকে ওপেন সোর্স লাইসেন্স ব্যতীত গুগলের অন্য কোনো পণ্য বা সেবা ব্যবহার করতে পারবে না চীনের তথ্যপ্রযুক্তি কোম্পানিটি। যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়েকে নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে গুগল। খবর রয়টার্সের।
গুগলের এই সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুযোগ হারাচ্ছে হুয়াওয়ে। এছাড়া হুয়াওয়ের পরবর্তী স্মার্টফোনে গুগলের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ও সেবা যেমন গুগল প্লে স্টোর এবং জিমেইল অ্যাপ থাকবে না।
সূত্র জানিয়েছে, নির্দিষ্ট কোন সেবাগুলো বন্ধ করা হবে সে বিষয়ে এখনও অভ্যন্তরীণভাবে আলোচনা করছে গুগল। ওপেন সোর্স লাইসেন্সের অধীন হুয়াওয়ে কোনো সেবা ব্যবহার করলেও গুগলের পক্ষ থেকে কোনো কারিগরি ও সমন্বিত সহায়তা পাবে না।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হুয়াওয়ের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি
bjdyzrvqsmrvsbyhvrxmbpqwsqvdjz https://smedsfoods.com/wp-content/uploads/2024/%D0%9E%D1%82%D0%BA%D1%80%D0%BE%D0%B9%D1%82%D0%B5_%D0%B4%D0%BB%D1%8F_%D1%81%D0%B5%D0%B1%D1%8F_%D0%BC%D0%B8%D1%80_%D0%BE%D0%BD%D0%BB%D0%B0%D0%B9%D0%BD_%D0%BA%D0%B0%D0%B7%D0%B8%D0%BD%D0%BE.html