টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স ভার্চুয়াল রিয়েলিটির বাজারে প্রবেশ করতে যাচ্ছে। আর এই লক্ষে চীনের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান পিকো-কে অধিগ্রহণ করছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।
গত এক সপ্তাহ ধরেই বাইটড্যান্স কর্তৃক পিকো অধিগ্রহণের নানা গুজব শোনা যাচ্ছি, অবশেষে চীনের গণমাধ্যম নিউয়ন সেই গুজবকেই সত্যি প্রমাণ করলো।
স্বতন্ত্র ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিও সিরিজ, বিশেষ করে পিকো নিও ৩ এর জন্য বেশ সুপরিচিত পিকো। প্রতিষ্ঠানটি সাধারণ ও প্রফেশনাল উভয় গ্রাহকদেরই এই হেডসেটের মাধ্যমে আকৃষ্ট করতে পেরেছে। গত জুনে আইডিসির দেয়া তথ্যমতে বিশ্বব্যাপী ফেসবুকের অকুলাস এবং চীনে কোম্পানি ডিপিভিআর এর পরেই তৃতীয় ভিআর হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান পিকো।
সাধারণ গ্রাহকদের জন্য তৈরি করা নিও ৩ শুধুমাত্র এশিয়াতে উন্মোচন করা হয়েছে। আর ব্যবসায় প্রতিষ্ঠান ও প্রফেশনালদের জন্য তৈরি করা নিও ৩ প্রো এবং নিও ৩ প্রো আই সেট এশিয়ার পাশাপাশি উত্তর আমেরিকা ও ইউরোপে উন্মোচন করা হয়েছে। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি বাজার সম্প্রসারণ করছে।
ডিবিটেক/বিএমটি