ফের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে উত্থাপিত শ্লীলতাহানীর অভিযোগের তদন্তের ঝাঁপি খুলছেন সুইডেনের প্রোসিকিউটররা।
বাদীর আইনজীবির অনুরোধে সোমবার অভিযোগটির পুনঃতদন্ত শুরু করার অনুমতি দিয়েছে আদালত।
২০১০ সালে সুইডেনের দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বিকার করে আসছেন অ্যাসাঞ্জ।
অন্যদিকে এই মামলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সুইডেন থেকে পালিয়ে ২০১২ সাল থেকে দীর্ঘ ৭ বছর লন্ডনের ইকুয়েডরিয়ান দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি।
তবে গতমাসে সেখান থেকে বের করে দেয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার হন অ্যাসাঞ্জ। জামিনের শর্ত না মেনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ঢুকে পড়ায় বর্তমানে ৫০ সপ্তাহের হাজত বাসে রয়েছেন তিনি।
গত দুই বছর আগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলাটির তদন্ত বন্ধ করে দিয়েছিলেন প্রোসিকিউটররা।