টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স ২০২০ সালে আগের বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি আয় করেছে। এছাড়া লাভের পরিমান বেড়েছে ৯৩ শতাংশ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনবিসি।
সম্প্রতি কোম্পানির একটি বৈঠকে কর্মীদের কাছে আয়-ব্যায়ের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, গত বছরে বাইটড্যান্সের আয় হয়েছে ৩৪ দশমিক তিন বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১১১ শতাংশ বেশি। এছাড়া লাভের পরিমান ৯৩ শতাংশ বেড়ে গত বছর লাভ হয়েছে ১৯ বিলিয়ন ডলার।
২০২০ সালের শেষ নাগাদ কোম্পানিটির সকল প্লাটফর্মে সক্রিয় গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ কোটি। এই প্লাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক, টিকটকের চীনা সংস্করণ ডুইয়িন এবং সংবাদ বিষয়ক অ্যাপ টওটিয়াও রয়েছে।
মূলত টিকটকের মাধ্যমেই বাইটড্যান্সের এই সফলতা এসেছে। কোম্পানির বিভিন্ন প্লাটফর্মে বিজ্ঞাপনই হলো আয়ের প্রধান উৎস। তবে গেমিংসহ বিভিন্ন খাতে নজর দিচ্ছে কোম্পানিটি। এমনকি টেনসেন্টসহ চীনের অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের টেক্কা দিতে জোরোসোরেই মাঠে নেমেছে বাইটড্যান্স।
ডিবিটেক/বিএমটি