সাবেক নির্বাহী পেক্কা লান্ডমার্ককে পুনরায় নিয়োগ দিয়েছে নকিয়া। ফিনল্যান্ডের টেলিকম কোম্পানিটির ফাইভজি ব্যবসা সম্প্রসারণে এনার্জি গ্রুপ ফোর্টাম থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছে। খবর রয়টার্স।
নকিয়ার নতুন প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পেক্কা লান্ডমার্ক সম্প্রতি পদত্যাগ করা প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভ সুরির স্থলাভিষিক্ত হয়েছেন।
নকিয়ার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিইওকে পরিচয় করিয়ে দেয়া হয়। নতুন সিইওকে চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের সাথে প্রতিযোগিতা করতে হবে।
ডিবিটেক/বিএমটি