স্ট্রিমিং ও টেলিভিশন বিশেষজ্ঞ মাইক হোপকিন্সকে নিয়োগ দিয়েছে অ্যামাজন। হুলুর সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যামাজনের প্রাইম ভিডিও এবং স্টুডিওস এর নেতৃত্ব দেবেন। খবর দ্য ভার্জ।
হুলুর দায়িত্ব ছাড়ার পর ২০১৭ সালে সনি পিকচার্স টেলিভিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেন। আর হুলুতে চার বছর চাকরির আগে তিনি টোয়েন্টিফাস্ট সেঞ্চুরি ফক্সের ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির নেতৃত্ব দেন।
হোপকিন্স কোম্পানির এসভিপি জেফ ব্ল্যাকবার্নের শূণ্যতা পূরণ করবেন, যিনি এই বছরেই অব্যহতি নিচ্ছেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি যখন হোপকিন্স অফিশিয়ালি কোম্পানিতে যোগদান করবেন, তখন থেকে তিনি সরাসরি কোম্পানির প্রথান জেফ বেজোসকে রিপোর্ট করবেন। তিনি সময় ভাগ করে লস এঞ্জেলস এবং কোম্পানির প্রধান কার্যালয় সিয়াটলে দায়িত্ব পালন করবেন।
ডিবিটেক/বিএমটি