গতকাল ফেসবুকের ছবি এবং ভিডিও গুগল ফটোজে আপলোড করার বিষয়ে সংবাদ পাওয়া গেছিলো। এবার গুগল নতুন আরেকটি ফিচারের কথা জানিয়েছে, যার মাধ্যমে এই অ্যাপেই চ্যাটিং সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সূত্র অ্যান্ড্রয়েড অথরিটি।
যখন গুগল ফটোজ অ্যাপ ব্যবহারকারীরা একটি ছবি বা ভিডিও শেয়ার করবেন তখন তারা অনগোয়িং কনভার্সেশন শুরু করতে পারবেন। করা যাবে লাইক এবং কমেন্ট।
এমনকি এই কনভার্সেশন থেকে ছবি এবং ভিডিও ডাউনলোড করার সুযোগ থাকছে। ছবি মান ঠিক রেখেই নিজস্ব গ্যালারিতে এই ছবি এবং ভিডিও সংরক্ষণ করা যাবে।
এই অ্যাপের সকল আলাপচারিতা গোপনীয় থাকছে। আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীরা নতুন এই সেবাটি পাওয়া শুরু করবেন। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব অ্যাপসে এই সুবিধাটি পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি