সম্প্রতি সিনেমার্ক, মোভেম্বার অথবা রাকুতেনে যারা শপিং করেছেন তারা নতুন ক্লিক-টু-পে বাটন দেখা পেয়েছেন ক্রেতারা। আর এই ওয়ান-ক্লিক চেকআউট সেবা নিয়ে এসেছে শীর্ষস্থানীয় চারটি ক্রেডিট কার্ড কোম্পানি। শিগগিরই বিশ্বের সকল অনলাইন রিটেইল ওয়েবসাইটে দেখা মিলবে এই সেবা। খবর এনগ্যাজেট।
অনলাইন কেনাকাটাকে দ্রুত ও নিরাপদ করতে আমেরিকান এক্সপ্রেস, ডিসকাভার, মাস্টারকার্ড এবং ভিসা যৌথভাবে সেবাটি চালু করেছে। মূলত গ্রাহকদের পেপালের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে ওয়ান-ক্লিক চেকআউটে।
বাসপ্রো, জোআন ফেব্রিক, পাপা জনস, সাকস ফিফথ অ্যাভিনিউ, শপ ডটকম এবং টিকেটস ডটকমে এই সেবা মিলবে এই বছরের মধ্যেই। আর আগামী বছরে তালিকায় যুক্ত হবে শীর্ষস্থানীয় সকল অনলাইন কেনাকাটার প্লাটফর্মগুলো।
এই সেবার ফলে যেকোনো ওয়েবসাইটে যেকোনো কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা অথবা লগইন ছাড়াই কেনাকাটা করা যাবে। এমনকি প্রত্যেকটি নতুন সাইটে নতুন করে কার্ডের তথ্য প্রবেশের দরকার নেই।
ডিবিটেক/বিএমটি